মজুরি বৃদ্ধির দাবিতে পটুয়াখালী টেইলার্স কারিগরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
মজুরি বৃদ্ধির দাবিতে পটুয়াখালী টেইলার্স কারিগরের মানববন্ধন

বেতন বৃদ্ধির দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে টেইলার্স কারিকর সমিতি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা টেইলার্স কারিকর সমিতির সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, টেইলার্স কারিকর সমিতির সাধারন সম্পাদক শাহিনসহ শতাধীক টেইলার্স কারিকররা। 

মানববন্ধনে উপস্থিত টেইলার্স করিকররা জানান, গত তিন দিন ধরে তারা ধর্মঘট পালন করছেন। টেইলার্স মালিকরা ঈদকে সামনে রেখে কাষ্টমারের কাছ থেকে বাড়তি মজুরি নিলেও তাদের বাড়তি মজুরি দেয়া হয় না। এ অবস্থায় ন্যায্য মজুরী ছাড়া তারা কাজে ফিরবেন না বলে ঘোষনা দেন। তারা দিনরাত পরিশ্রম করে পোষাক তৈরী করেন অথচ খদ্দেরের কাছ থেকে বেশী মুনফা নিয়ে যায় মালিক পক্ষ। 

এটা প্রতারনা উল্লেখ করে সভাপতি চাঁন মিয়া বলেন, ঈদকে সামনে রেখে প্রায় দ্বিগুন মজুরী নেয়া হচ্ছে অথচ তাদের বি ত করা হচ্ছে। এ অবস্থার অবসান না হলে ধর্মঘট চালিয় যাবার ঘোষনা দেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব