কলাপাড়ায় রেক্সোনা (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব বাদুরতলী নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রেক্সোনা এক সন্তানের জননী।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সবার অগোচরে গলায় ফাঁশ লাগিয়ে রেক্সোনা আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী শাহীন খান।
নিহতের ছয় বছরের ছেলে জুনায়েদ জানায়, বাবা মায়ের সাথে রাতে ঝগড়া হলে তার বাবা মাকে গালি (খামার) দেয়। কলাপাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।