
প্রকাশ: ১৪ মে ২০১৯, ২১:২২

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসিব (২৩) নামের এক যুবক মারা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কলাপাড়া-কুয়কাটা মহাসড়কের উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসিব উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফারুকের পুত্র। সে মহিপুর মোবাইল পয়েন্টের ম্যানেজার ছিল।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসিব ব্যবসায়িক উদ্যেশ্যে নিজস্ব মোটরসাইকেল যোগে কলাপড়া আসার পথে উমেদপুর এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে হাসিব মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং ঘটলাস্থলেই মারা যায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও লাশ উদ্বার করেছে।
ইনিউজ ৭১/এম.আর
