জাজিরায় আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০২:০৭ অপরাহ্ন
জাজিরায় আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরেরর জাজিরা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ জাজিরা থানা এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। সোমবার (১৩ মে) জা‌জিরা উপ‌জেলার রুপবাবুরহাট এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আসামিরা হলেন মোঃ আমির হোসেন তালুকদার(২৮), পিতা সরোয়ার তালুকদার, গ্রাম কোব্বাস মাদবর কান্দি, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর ও মোঃ ফারুক মোল্যা(২৫), পিতা মোঃ মিন্টু মোল্যা, গ্রাম নোয়াদ্দা, থানা বড়ুয়া, জেলা কুমিল্লা।

জা‌জিরা থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলা‌য়েত হো‌সেন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জাজিরা থানা পু‌লি‌শের এক‌টি দল জা‌জিরার রুপবাবুরহাট এলাকায় অভিযান প‌রিচালনা ক‌রে। তখন আমির হো‌সেন ও ফারুককে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দুইজনই মাদক ব্যবসায়ী। তা‌দের বিরু‌দ্ধে মাদক আইনে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

ইনিউজ ৭১/এম.আর