সহোদরকে ছাত্রলীগের বড় পদ দিলেন শোভন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০১:১০ অপরাহ্ন
সহোদরকে ছাত্রলীগের বড় পদ দিলেন শোভন

ছাত্র রাজনীতির মাঠে তিনি যেমন অপরিচিত কেন্দ্রীয় রাজনীতিতেও ততটাই ছিলেন নিষ্ক্রিয়। অথচ গেল এক বছরেই তাকে সবাই চেনে। সেটাও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের কল্যাণে। তার আপন ছোট ভাই তিনি। এই পরিচয়েই পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রাকিনুল হক চৌধুরী ছোটন। এবার ছোটনকে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন শোভন। কেন্দ্রীয় কমিটিতে তাকে আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে পদ বন্টনে শোভনের বিরূদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীরা। ছোটন ঢাকা মহানগর দক্ষিণের সমাজসেবা সম্পাদক ছিলেন। 

দীর্ঘ এক বছর পর সোমবার (১৩ মে) ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাদকাসক্ত, বিবাহিত, চাকরিজীবী, বিএনপি পরিবারের সন্তানদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বঞ্চিতদের। ছোট ভাই ছোটনকে পদ দেওয়ার কারণে শোভনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন তারা। উল্লেখ্য, সম্মেলনের দীর্ঘ এক বছর পর কেন্দ্রীয় কমিটি প্রকাশ পেলে একদিকে যেমন চলে অভিনন্দনের জোয়ার, অন্যদিকে পদবঞ্চিতদের বিক্ষোভ। এ নিয়ে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন উত্তপ্ত হয়ে ওঠে। পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন পণ্ড করে দেন সদ্য পদ পাওয়া কয়েক নেতা। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

ইনিউজ ৭১/এম.আর