সরাইলে অবশেষে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ১১:০৫ পূর্বাহ্ন
সরাইলে অবশেষে স্বস্তির বৃষ্টি

রমজান শুরু তার উপরি তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে সরাইলে নামলো স্বস্তির বৃষ্টি। এতে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। সোমবার বিকালে ও রাত সাড়ে বারটার দিকে সরাইলের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হয়। এসময় বাতাসের গতিবেগ ছিল অনেক বেশী।এদিকে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা বৃষ্টির কারণে আটকে পড়েন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা ইত্যাদিতে আশ্রয় নিয়েছেন।

বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকায় নিতান্ত প্রয়োজন ছাড়া পথে বের হচ্ছেন না কেউ।এর আগে সকালে সরাইলে রোদের তাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ফাঁকে ফাঁকে মেঘও চোখে পড়ে। উপজেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ কমে আসছে। এতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরছে।

ইনিউজ ৭১/এম.আর