শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিড়ির দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে হতদরিদ্র বিড়ি সেবনকারীরা। রবিবার (১২ মে) বিকাল ৫টার সময় শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় বিড়ি ভোক্তা সমিতি ভেদরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েকশ বিড়ি সেবনকারী অংশগ্রহন করে। তারা সরকারের কাছে বিড়ির দাম না বাড়িয়ে সিগারেটের দাম বাড়ানোর জন্য জোর দাবি জানান। তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার দেশে বিড়ি শিল্পকে ধ্বংস করা চলবেনা, আমরা গরীব মানুষ কম টাকায় বিড়ি খেতে চাই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।