খিলগাঁওয়ে অভিযান, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই মে ২০১৯ ০৪:৪২ অপরাহ্ন
খিলগাঁওয়ে অভিযান, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার উপহার দিতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে রাজধানীর খিলগাঁওয়ে মূল্য তালিকা না টানার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ জরিমানা করেন। সোমবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, ১৩ মে ২০১৯ ঢাকা মহানগরীর খিলগাঁও রেলগেট বাজারের  সিরাজ ফ্রুট স্টোর-১, সিরাজ ফ্রুট স্টোর-২ ফলের দোকানে এবং কাওরান বাজারের পেঁয়াজ, মরিচ, রসুন,আদার পাইকারি বাজারে মোল্লার আড়ত, আলালের পেঁয়াজের আড়ত, এস কে এন্টারপ্রাইজ ও কিচেন মার্কেটের ছোলা, চিনি, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজারে, বিসমিল্লাহ ট্রেডার্স, নিউ মানিক জেনারেল স্টোর, নোয়াখালী ভান্ডার, মকবুল স্টোর, রহমত এন্ড সন্স, রুপালি ট্রেডার্স দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আফরোজা রহমান ও মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল।  জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব