
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১৮:১

ক্যান্সার নিরাময় হাসপাতাল লটারি ২০১৯-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা বিজয়ী নম্বর হচ্ছে গ-৫১৯১০১। দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকার ঞ-৬৯৫১৩৭। শনিবার রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে ক্যান্সার নিরাময় হাসপাতালে এ লটারির ড্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহর সভাপতিত্বে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরন্নবী। সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশ ব্যাংকের ড্র পরিচালনা টিম।
অন্য পুরস্কার বিজয়ী নম্বর হচ্ছে তৃতীয় পুরস্কার একটি এক লাখ টাকা নম্বর গ-২৬০৭৭৯, চতুর্থ পুরস্কার দুটি ৫০ হাজার টাকা প্রতিটি নম্বর ছ-৭৪৮৪২৯ ও ক-৬৯৭৪৬৬, পঞ্চম পুরস্কার চারটি প্রতিটি ১০ হাজার টাকা নম্বর ঞ-৩২৩৬৯২, ছ-৪৭২৩৩৯, ঞ-৩৬৩৪৪২, গ-৬৩০৩১০। ফল দেখতে আজ দুপুর ১২টার পর টাইপ ‘ঢ়ড়ভ < স্পেস > সিরিজ ও টিকিট নম্বর’ সেন্ড করুন ২৬৯৬৯ নম্বরে।
ষষ্ঠ পুরস্কার ৬৩০টি ২,০০০/- (দুই হাজার) টাকা প্রতিটি (সব সিরিজের জন্য প্রযোজ্য)।

ইনিউজ ৭১/এম.আর