শর্ট সার্কিট থেকে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৭শে এপ্রিল ২০১৯ ১১:২৫ পূর্বাহ্ন
শর্ট সার্কিট থেকে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

বনানীর এফ আর টাওয়ারের আগুন ছড়িয়েছিল অষ্টম তলা থেকে, আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, গত ২১ এপ্রিল তারা সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশ সফর শেষে ফিরলে ওই প্রতিবেদন প্রকাশ করা হবে।

তিনি বলেন, সেখানে আগুন লাগার কারণ শর্ট সার্কিট। আমাদের ধারণা, ওই ভবনের অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এ বিষয়ে আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি। গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। পরে জানা যায়, ১৮ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছিল এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না।

ইনিউজ ৭১/এম.আর