নরসিংদীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণের আসামী রায়হান মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।গ্রেপ্তারকৃত রায়হান শিবপুর উপজেলার আব্দুল বাছেদ মিয়ার পুত্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬এপ্রিল) ভোরে ঢাকার উত্তরা থেকে র্যাব-১১ অভিযান চালিয়ে নরপশু ধর্ষক রায়হানকে গ্রেপ্তার করে র্যাব-১১। প্রাথমিক ভাবে গ্রেপ্তারকৃত ধর্ষক রায়হান তার বিরুদ্ধে অভিযোগ শিকার করেছে বলে জানিয়েছে র্যাব-১১ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার সাকিব।
শুক্রবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া এলাকায় আসামীর নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির দাদার দায়ের করা মামলায় বলা হয়,আসামী বাঘাব ইউনিয়নের সফরিয়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার পুত্র মুদি দোকানী রায়হান তাঁর প্রতিবেশি ওই শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
ওই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকেরা এগিয়ে আসলে রায়হান দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি খোলে বলেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে, চিকিৎসা সম্পন্ন করে।এ ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান পলাতক ছিলো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।