৬৭ লাখ টাকা অনুদান মুক্তিযোদ্ধাসহ তিনজনকে :প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০১৯ ১০:৫২ অপরাহ্ন
৬৭ লাখ টাকা অনুদান মুক্তিযোদ্ধাসহ তিনজনকে :প্রধানমন্ত্রীর

দুইজন বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলেন তিনি। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকার চেক অনুদান দেয়া হয়। তাদের দু'জনকেই চিকিৎসার জন্য এই অনুদানের অর্থ দেয়া হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী শিরিনা রহমানকে দেয়া হয়েছে ৩২ লাখ টাকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।