পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু ও ফাতেমা ইয়াসমিন পপিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমিনুর রশিদ মিল্টন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কাউখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে। অনুষ্ঠানে শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বিদায়ীদের মাঝে ক্রেষ্ট ও টোকেন প্রদান করেন। সবশেষে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।