মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণ, কল্যাণ তহবিলসহ অবসর তহবিলের অতিরিক্ত অর্থ কর্তণের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির সহ-সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আস্কর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রিয় লাল মন্ডল, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর হোসেন, রতœপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেস তপাদার, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত মজুমদার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।