নরসিংদীর পলাশে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ফল ব্যবসায়ীর বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে র্দুবৃত্তরা। বুধবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামে এ ঘটনা ঘটে। র্দুবৃত্তরা বাড়ি-ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা আলমারীর লকার ভেঙে নগদ এক লাখ ২০ হাজার টাকা ও গৃহিনীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এসময় র্দৃবৃত্তদের বাধা দিতে গিয়ে আহত হয় জাহাঙ্গীর হোসেন,সজিব মিয়া ও সুমী আক্তারসহ তিন জন। ভুক্তভোগি (ফুল ব্যবসায়ী) আরমান মিয়া জানান, বুধবার সন্ধ্যায় আমাদের বাড়ির আঙ্গিনায় পাশ্ববর্তী গয়েশপুর গ্রামের তৌহিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া,
জলিল মিয়ার ছেলে সাওন মিয়া, জয়নাল মিয়ার ছেলে ইয়ামিন ও নাছির মিয়ার ছেলে হিমু গাজা সেবন করছিল। পরে আমার ভাতিজা (প্রবাসী) জাহাঙ্গীর হোসেন তাদেরকে বাড়ির আঙ্গিনায় বসে মাদক সেবন না করতে নিষেধ করে। এতে মাদক সেবীরা উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে মারধর শুরু করে। পরে খবর পেয়ে আমরা জাহাঙ্গীরকে উদ্ধার করতে গেলে মাদক সেবীদের সাথে আমাদের দস্তাদস্তি হয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এরই রেশ ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় থানায় একটি লেখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।