রানা প্লাজায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে এপ্রিল ২০১৯ ০৯:১৫ অপরাহ্ন
রানা প্লাজায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

রানা প্লাজার ট্রাজেডিতে নিহত ও আহত শ্রমিকদের   স্মরণে আশুলিয়ায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।  বুধবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকার জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কার্যালয়ে সাভার-আশুলিয়া শ্রমিক অধিকার ঐক্যমঞ্চের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীসহ সকল নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। এক মিনিট নিরবতা পালনের মাধ্যেমে নিহত সকলের আত্নার মাগফেরাত কামনা করা হয়। এ সময় রানা প্লাজা ট্রাজিডিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায়  বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। 

এ দোয়া ও মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন, সাভার-আশুলিয়ার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সাভার-আশুলিয়া কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেন, বিপ্লবী শ্রমিক ফেডারেশনের সভাপতি অরেবিন্দু ব্যাপারী বিন্দু, গার্মেন্টস শ্রমিক সংহতির আশুলিয়া কমিটির সভাপতি আমীনুল ইসলাম সামা, বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি জাহিদুর রহমান জীবন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারশনের আশুলিয়া কমিটির সভাপতি আনিসুর রহমান নূর নবী, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সাভার- আশুলিয়া কমিটির সভাপতি নাইম খাঁন এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সাভার-আশুলিয়া কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন শিকদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব