আগৈলঝাড়ায় আ. লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ২৪শে এপ্রিল ২০১৯ ০৬:৩৮ অপরাহ্ন
আগৈলঝাড়ায় আ. লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

দীর্ঘ দিন পর বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি  অনুমোদন করেছে জেলা আওয়ামীলীগ। অনুমোদিত কমিটির সকল সদস্যদের বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে স্ব-স্ব দায়িত্বের পত্র প্রদান করা হয়েছে। এমপি হাসানাতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যকরী কমিটির সম্পাদক মন্ডলী, সদস্য ও ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের পত্র প্রদান করেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস চলতি বছরের ১৭ জানুয়ারি আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন।  ওই সময় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮টি পদ ঘোষণা করা হয়। পরে জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর দিক নির্দেশনায় বুধবার ২৪ এপ্রিল ৭১সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি ও ১৯সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ। নব গঠিত কমিটির সদস্যরা এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব