আগৈলঝাড়ায় স্কুলে যাতায়াতের পথে ছাত্রীকে যৌণ নিপিড়নের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বখাটের ছয় মাসের কারাদন্ড। ভ্রাম্যমান আদালত ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার বখাটে ছেলে সোহাগ বালা (২০) বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনী পড়–য়া এক স্কুল ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে যৌণ নিপিড়ন করে আসছিল।
এঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। ইউএনও থানাকে জানালে ওসি মো. আফজাল হোসেনের নির্দেশে বুধবার সকালে এসআই নাসির উদ্দিন ওৎ পেতে থেকে ওই ছাত্রীকে যৌণ নিপিড়নের সময় কান্দিরপাড় এলাকা থেকে হাতে নাতে বখাটে সোহাগকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস সোহাগকে ছয় মাসের কারাদন্ডর আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহাগকে ওই দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।