সাভার-আশুলিয়ায় ৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে “শ্রমিক অধিকার ঐক্যমঞ্চ” নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যেমে ১লা মে জাতীয় শ্রমিক দিবসের বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়েছে। এ সময় নেতারা বলেন, এ সংগঠনের মূল লক্ষ্য হবে প্রত্যেক শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাঁধে-কাঁধ মিলিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করবে।শ্রমিকদের কল্যানে যে কোন পরিস্থিতি একসাথে সমাধান করা হবে। আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এ শিল্পাঞ্চলে সর্ববৃহৎ শ্রমিক র্যালী ও সমাবেশের আয়োজন করা হবে বলেও তারা জানান।
মঙ্গলবার রাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কার্যালয়ে তুহিন চৌধুরীর সভাপতিত্বে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি- তুহিন চৌধুরীকে আহবায়ক, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি- আল কামরানকে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিকলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্যে দিয়ে ”সাভার আশুলিয়া শ্রমিক ঐক্যমঞ্চের” আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘটে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রি ফেডারেশনের নেতা মোঃ ইব্রাহিম ও মোঃ গোলাম আযম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ রাকিব হাসান সোহাগ, বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোঃ রুবেল আহমেদ জীবনসহ আরো অনেক নেতৃবৃন্দ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।