কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চিহ্নিত মাদক কারবারী ও এলাকার দূধর্ষ ত্রাস দিলু নিহত হলেও ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেটসহ গুলিবিদ্ধদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ২৪ এপ্রিল বুধবার রাতের প্রথম প্রহরে টেকনাফ থানা পুলিশের একটি দল আটক ইয়াবা কারবারী, দূধর্ষ ত্রাস এবং হত্যাসহ একাধিক মামলার আসামী গোদার বিলের মৃত মকবুল আহমদ ওরফে পুতুর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) কে নিয়ে মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচাঁরী জোন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় দিলুকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও হামলা করলে এসআই বাবুল, এএসআই সজীব দত্ত এবং কনস্টেবল ইব্রাহীম আহত হয়।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলিবর্ষণ করে। উভয়পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দিলুর সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৬টি দেশীয় তৈরী বন্দুক, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ দিলুকে উদ্ধার করে। আহত পুলিশ ও গুলিবিদ্ধ দিলুকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুলিবিদ্ধ দিলু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ উক্ত সংবাদের সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমকে আরো জানান, এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।