পটুয়াখালীতে বাসে যাত্রী ওঠাকে কেন্দ্র করে র্যাব ও বাস মালিক এবং শ্রমিকদের মধ্য সংঘর্ষের ঘটনায় ১০জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা বাস টার্মিনালের পাশে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর চৌরাস্তা টায়ার জালিয়ে সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা।
সংঘর্ষের ঘটনায় গুরুতর অহত র্যাব সদস্য জসিমকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি মিমাংসার জন্য জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেছে বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।