হিজলায় নতুন ইউএনও এর যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০১৯ ০৫:৫৪ অপরাহ্ন
হিজলায় নতুন ইউএনও এর যোগদান

বরিশালের হিজলা উপজেলায় মোঃ আমিনুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে যোগদান করেছেন। ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে হিজলায় যোগদান কালে, তাকে ফুলেল শুভেচ্ছা জানান, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

এরপর নির্বাহী অফিসার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের সাথে পরিচিত হন। হিজলায় যোগদানের আগে তিনি বরিশাল সদরের এসিল্যান্ডের দায়িত্বে ছিলেন। তার হিজলা কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে ইনিউজ৭১ কে জানান, স্বচ্ছ ও জবাব দিহিতা মূলক কাজে তিনি আগ্রহী। এতে সরকারের প্রতিটি উন্নয়ন কাজ দৃশ্যমান হয়।

তিনি আরো জানান, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক এ সবের ব্যপারে কঠোর অবস্থানে আছেন এবং থাকবেন। এজন্য তিনি সবার সহযোগিতা আশা করছেন। পাশাপাশি অতি অল্প সময়ে সংসদ সদস্য পংকজ নাথ এর সাথে পরিচয় পর্বটা তার  ভালো লেগেছে। আর এজন্য সংসদ সদস্য পংকজ নাথ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব