পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননাকারী সিফাত উল্লাহ সেফুর সর্বোচ্চ শাস্তির দাবিতে ধর্মপ্রান মুসলমানরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ইমাম ও মোয়াজ্জিন সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে শত শত মানুষ অংশ নেয়। পরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ফেরদৌস গাজী, কাউন্সিলর হাফেজ মো. আল-আমিন সরদার, সভাপতি প্রভাষক মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমী।
সভায় দোয়া মোনাজাত পরিচালন করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইদুর রহমান। বক্তারা সিফাত উল্লাহ সেফুর সর্বোচ্চ শাস্তির দাবি করে সরকারের প্রতি আহ্বান জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।