‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রথম দিনে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। র্যালী ও আলোচনা সভায় সিভিল সার্জন, চিকিৎসক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।