‘খাদ্যর কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে জাতিয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদারের নেতৃত্বে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।