নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০১৯ ০৩:৪৯ অপরাহ্ন
নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন

নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তির দাবীতে পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার সকালে উপজেলা সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। 

মহিলা পরিষদ ও পূজা উদযাপন পষিদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দে, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, কমউনিষ্ট পার্টিও সভাপতি নিমাই মন্ডল প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশা ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ শত শত লোক একাততা প্রকাশ করেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব