হিজলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০১৯ ০১:৪৩ অপরাহ্ন
হিজলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

"খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবতে হবে" এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯। ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে পুষ্টি সপ্তাহের কার্যক্রম। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারে এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মামুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ সুবল কৃষ্ণ কুন্ডু, ডাঃ মীর মাজহারুল ইসলাম রনি, ডাঃ সোহেলসহ এ দপ্তরের সংশ্লিষ্ট  অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

ইনিউজ ৭১/এম.আর