রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০১৯ ১২:০৪ অপরাহ্ন
রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৎস ভবন এলাকায় বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর মৎস ভবন এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Image result for রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

জানা যায়, বাসের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। প্রাইভেট কারটির দরজা এবং যাত্রী আসনে রক্তে ভিজে গেছে। এ ছাড়া রাস্তার ওপরও কয়েক জায়গায় রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সদস্যরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Image result for রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ইনিউজ ৭১/এম.আর