আজ বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৩শে এপ্রিল ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ন
আজ বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস

আজ মঙ্গলবার বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল বিশ্বজুড়ে পঠন-পাঠন, প্রকাশনা ও কপিরাইটকে উৎসাহ দিতে দিবসটি উদযাপন শুরু করে ইউনেস্কো। ১৯৮২ সালে ইউনেস্কো লন্ডনে আন্তর্জাতিক গ্রন্থ সম্মেলনের আয়োজন করে। পরবর্তী ১০ বছর ‘পড়ুয়া সমাজ’ গঠনের ঘোষণা সেই সম্মেলনে। এরপর ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়।   

কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, সৃজনশীল কাজগুলোর কপিরাইট বা মেধাস্বত্ব সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিবসটি ভূমিকা রাখে। এ উপলক্ষে আজ রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ইউনেস্কো জাতীয় কমিশন ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথ উদ্যোগে ‘আমাদের সৃজনশীল গ্রন্থ ও মেধাস্বত্ব’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর