হিজলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০১৯ ১১:২৮ অপরাহ্ন
হিজলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে পংকজ নাথ

খরিপ--১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় (২০১৯ -- ২০২০) অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পংকজ নাথ এমপি ( বরিশাল -- ৪ )। 

বরিশালের  হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী। আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নের ১ হাজার বিঘা জমির ১ হাজার জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হবে। এর মধ্যে হরিনাথপুরে ১৫০ জন, মেমানিয়ায় ১৬০ জন, গুয়াবাড়িয়ায় ১৮০ জন, বড়জালিয়ায় ২০০ জন, হিজলা গৌরব্দীতে ১৮০ জন এবং  ধূলখোলা ইউনিয়নে ১৩০ জন এই সুবিধা পাবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকগণ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব