কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল আলম (৩৫) নামে এক যুবক মারা গেছে। এসময় নিহতের পিতা হাসান আলী বৈদ্য আহত হয়েছে।রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পানির মটরের তাঁর ঠিক করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাঁণ হারায় রফিকুল। নিহত রফিকুল উখিয়ার পশ্চিম গয়ালমারা গ্রামের হাসান আলী প্রকাশ লালু বৈদ্যের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়িতে মটরের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় রফিকুল। এসময় তার বাবা তাকে উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়।প্রসঙ্গত, রফিকুল সৌদি আরবের খোদাই এলাকার প্রবাসী। ২ মাস আগে দেশে আসেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।