বর্তমান কমিটির সদস্যরা আবারও গোপনে কমিটি গঠনের মাধ্যমে পটুয়াখালী অন্ধ কল্যান সমিতি বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজিং কমিটি গঠন করেছে। এই কমিটি গঠন করা নিয়ে সমিতির আজীবন সদস্যরা রবিবার বিকেলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, সমিতির কোনও সদস্যকে অবহিত না করে, গোপনে তফসিল ঘোষনা করার মধ্যমে বর্তমান কমিটি আবারও নতুন মেয়াদে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
পটুলাখালী আন্ধ কল্যান সমিতি বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি গোলাম সরোয়ার ফোরকান দাবী করেন, গত ২৩ এবং ২৪ মার্চ নতুন মেয়াদে কমিটি গঠনের জন্য ফরম বিতরন এবং জমা নেয়া হয়। নির্ধারিত তারিখে মোট ১৮টি ফরম বিক্রি হলেও ১৭টি ফরম জমা পরে। ১৯ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ছিল। কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার এড. উজ্জল কুমার বসু এবং গোলাম সরোয়ার বাদল ১৭ জনকে বিজয়ী ঘোষনা করেছে। কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির আবারও বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বলে দাবী করা হয়েছে।
এদিকে সমিতির ক্ষুদ্ধ সাধারণ সদস্যদের দাবী, সাধারণ সভা আহবান করে সকল সদস্যদের মতামত নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের। পটুয়াখালীর জেলা প্রশাসক এবং অন্ধ কল্যান সমিতির উপদেস্টা মতিউল ইসলাম চৌধুরী জানান, অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।