সিটি ও মেগা সিটির পরে এবার আগৈলঝাড়ায় নির্দ্দিষ্ট স্টপেজে যাত্রী না নামিয়ে পরিবহন শ্রমিকেরা চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে এক বৃদ্ধ শ্রমিককে ফেলে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের। আশংকাজনক অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে পয়সারহাট থেকে বরিশালের উদ্যেশ্যে ছেড়ে যায় (মেট্রো ম- ২৩৭) লোকাল বাস ‘উজ্জল পরিবহন”। ওই গাড়িতে আগৈলঝাড়ার বাইপাস মোড় স্ট্যান্ড থেকে গৈলার নীমতলা ষ্ট্যান্ডে যাবার জন্য প্রতিদিনের মতো বাসে ওঠেন দক্ষিন গৈলা গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবু বকর সরদার (৫৫)। আবু বকর নীমতলা একটি স্ব-মিলে শ্রমিকের কাজ করেন।
আবু বকর নীমতলার ভাড়া পরিশোধ করে তাকে নীম তলা নামিয়ে দেয়ার জন্য হেলপারকে অনুরোধ করেন। কিন্তু গাড়ির চালক জনৈক গোপাল ওই ষ্ট্যান্ডে বাস না থামিয়ে দ্রুত তিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আবু বকর তাকে নামানোর জন্য বললে গাড়ির হেলপার (নাম জানা জায়নি) বৃদ্ধ শ্রমিক যাত্রী আবু বকরকে চলন্ত গাড়ির গেট থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে যান। হেলপারের ধাক্কায় আবু বকর পাকা সড়কে পরে মুখ ও শরীরের অন্যান্য স্থান থেতলে গিয়ে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে যায়। আশপাশের লোকজন আবু বকরকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল থেকে আবু বকরকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আবু বকর অজ্ঞান অবস্থায় ঢামেক ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহত আবু বকরের বড় ভাই নূরুল হক সরদার (৬৫) বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন, নং-১৩ (২০.৪.১৯)। খোঁজ নিয়ে যানা গেছে দুর্ঘটনা ঘটার পর ওই গাড়িটি রুট পরিবর্তন করে অন্য রুটে চলাচল করছে। তদন্তকারী কর্মকর্তা এআই দেলোয়ার হোসেন বলেন, সোমবার দুপুর পর্যন্ত রোগীর ঙ্গ্যান ফেরেনি। আসামীদের গ্রেফতারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।