টাঙ্গাইলের ধনবাড়ীতে ২২ এপ্রিল ১৯ (সোমবার) সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার আয়োজনে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি ও মনিকা সহ সকল সহিংসতা ধর্ষণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার উপদেষ্টা সত্যবাবু, চিত্ত রঞ্জন, সভাপতি বিনয় কৃষ্ণ তাুকদার , সাধারণ সম্পাদক মদন দাস, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নিতাই দে, বিষ্ণু পদ সাহা।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধার সাবেক কান্ডার আনোয়ার হোসেন কালু, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, সহ অন্যানরা। মানববন্ধনে বক্তরা ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার সহ সঠিক ন্যায় বিচার দাবী করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।