পূর্ব শত্রুতার জেরে কালকিনিতে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০১৯ ১২:৩৬ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে কালকিনিতে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে একজন কে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা জায়, কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার সুমন সরদারের (৩২) সাথে একই এলাকার ফারুক সরদারের একটা মামলা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হতো। মামলার কারণে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি হয়। আহত সুমন সরদার বলেন ঘটনার দিন আমার ছেলে তাহসিন (৬) পুরান বাড়িতে যায়, সেখানে আমার মা থাকে তাঁর সাথে দেখা করার জন্য।  ফারুক সরদারের নাতির সাথে আমার ছেলের ঝগড়া হয়।

এসময় ফারুক সরদারের ছেলে ফুয়াদ সরদার এসে আমার ছয় বছরের শিশু কে খুব গালিগালাজ করে ও মেরে ফেলার হুমকি দেয়। খবর পেয়ে আমার স্ত্রী সিমা সেখানে যায় তার সাথেও ফুয়াদ ও ফারুক সরদার বাপ ছেলে মিলে খারাপ আচরণ করে। পড়ে আমি খবর পেয়ে আমার স্ত্রী ও ছেলেকে আনতে যাই। আমি আমাদের পুরনো বাড়িতে ঢোকার আগেই রাস্তায়  ফুয়াদ, ফারুক সরদার, কোহিনুর বেগম তাদের সাথে দেখা হয়।  আমাকে দেখেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় আমার উপর।  তারা ধারালো অস্ত্র দিয়ে আমার  চোখের উপরে  কোপদেয়, এছারাও লোহার রড দিয়ে ঘাড়ে পিঠে আঘাত করে   গুরুতর জখম  করে আমাকে। পরে স্থানীয়রা আমাকে  উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়, পড়ে সেখান থেকে  মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। 

ফারুক সরদারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সুমনের ছেলে আমার নাতি কে খারাপ ভাষায় গালিগালাজ করছে, আমরা ওদের কিছুই বলিনি। সুমনের চোখের উপরে কোপ লাগলো কি ভাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুমনের বাবা ছালাম সরদার কাচি নিয়ে আসছিলো, সুমনের বাবার কোপই সুমনের লাগছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, এখনো আমাদের কেউ এ ঘটনা জানায়নি, তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে  তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইনিউজ ৭১/এম.আর