হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটে স্বর্ণ রয়েছে। পরে অভিযান চালিয়ে টয়লেটের ময়লার ঝুড়ি থেকে কাপড়ে মোড়ানো ১ কেজি ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। অথেলো চৌধুরী বলেন, আটকের ঘটনায় কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে অধিকতর তদন্ত করা হবে। এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের টয়লেট ও ২টি সিট থেকে মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।