হিজলায় সরকারি বন্ধেও চলছে মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০১৯ ১২:১২ অপরাহ্ন
হিজলায় সরকারি বন্ধেও চলছে মাধ্যমিক পরীক্ষা

সরকারি ঘোষণায় ২২ এপ্রিল সোমবার সারা দেশে পবিত্র শবে বরাতের ছুটি চলছে। ঠিক সেই মূহুর্তে বরিশালের হিজলা উপজেলায় বি,এল (পাইলট) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। এমন ঘটনায় অনেকেই সমালোচনা করেছন বিদ্যালয়ের কর্তৃপক্ষের উপরে। বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রধান শিক্ষক প্রেমজিলাল দাস এর কাছে জানতে চাইলে, তিনি জানান পূর্বের দেয়া সূচি অনুযায়ী পরীক্ষা চলছে।

তবে সূচি পরিবর্তন না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার কারণে তারা আজকের বিজ্ঞান পরীক্ষা নিচ্ছেন। তবে ২য় শিপ্টের পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী এ পরীক্ষাটা নেয়া হবে। ছুটির দিনে পরীক্ষা চলছে, এমন প্রশ্নের উত্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম ইনিউজ৭১ কে জানান, এ কাজটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক  করেনি। তবে তাকে ২য় শিপ্টের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।  এদিকে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব সময়ই বির্তকিত কাজ করে থাকেন। তার জন্য অন্যান্য শিক্ষকদের  সমালোচনার মধ্যে পরতে হয়।

ইনিউজ ৭১/এম.আর