
প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ১:৪

নরসিংদীর শিবপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশু ধর্ষণের এক চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে।রবিবার(২১এপ্রিল) সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া এলাকায় অভিযুক্ত নরপশু ধর্ষকের নিজ বাড়িতে এ চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির পরিবারের স্বজনরা সাংবাদীকদের জানায়, অভিযুক্ত রায়হান(২২) উপজেলার বাঘাব ইউনিয়ন সফরিয়া এলাকার আবদুর রাজ্জাক মিয়ার পুত্র। নরপশু রায়হান শিবপুর বাজারে তার বাবার সঙ্গে মুদি দোকানের ব্যবসা দেখাশোনা করে।
গত শনিবার সন্ধ্যায় নরপশু রায়হান তার প্রতিবেশী ওই শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়।ঘটনার সময় শিশুটির ডাক চিৎকার করলে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিবরণ পরিবারের লোকজনকে জানায়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং সকালে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ আমিরুল হক শামীম বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। এরই মধ্যে গাইনি চিকিৎসক দিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এখন মামলা দায়েরের পর আবেদনের প্রেক্ষিতে পরিক্ষা-নিরীক্ষা করা হবে।
আর এ ঘটনায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে।শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মুমিনুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটি হাসপাতালে পাঠায়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।অভিযুক্ত রায়হান পলাতক।তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভসহ ধর্ষকের দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন নরসিংদীর সুশীল সমাজ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব