কক্সবাজারের উখিয়ায় বাড়তি দামে মাংস বিক্রির দায়ে ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. নিকারুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম পৃথক অভিযানে এ অর্থদণ্ড দেন।
ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, রত্নাপালং ইউপির হারুন মার্কেট, কোটবাজার, মরিচ্যা বাজার, জালিয়াপালংয়ের সোনার পাড়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গরু ও মহিষের মাংসের প্রতি কেজি সাতশত টাকায় বিক্রির দায়ে হারুন মার্কেট চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বলেন, উখিয়া সদর বাজার, কুতুপালং, বালুখালী বাজারে অভিযান চালিয়ে সাত মাংস ব্যবসায়ীকে জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।