মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২১শে এপ্রিল ২০১৯ ০৪:০২ অপরাহ্ন
মাদারীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

মাদারীপুরে আগামী ২৩ এপ্রিল  মঙ্গলবার   থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। রোববার সকালে মাদারীপুর সিভিল সার্জন কর্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিলিল সার্জন ফরিদ হোনের মিঞা। এ সময় সু-স্বাস্থ্যের অধিকারী শিশুদের স্বাস্থ্যের গুরুত্ব, সবুজ শাখ সবজি বেশি করে খাওয়া, চরবি জাতীয় কিছু খাবার এড়িয়ে চলাসহ নানা বিষয় আলোচনা করা হয়। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, সময় ও শরীর উপযোগী খাবার খেতে হবে।

পুষ্টির মান বেশি সেই সকল খাবার খেতে হবে। বাড়ির আশেপাশের সবুজ শাক সবজি গাছ লাগাতে হবে। খাদ্যের মান ও রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পূর্ন শবজি খেতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন জহিরুল ইসলাস খান, মেডিকেল অফিসার এস আম খলিলুজ্জামান হিমু, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কেএম মোজাম্মেল প্রমুখ। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

ইনিউজ ৭১/এম.আর