মালিতে জাতিসংঘের ১ শান্তিরক্ষী সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২১শে এপ্রিল ২০১৯ ১১:২২ পূর্বাহ্ন
মালিতে জাতিসংঘের ১ শান্তিরক্ষী সদস্য নিহত

মালির মোপতির মিলান অঞ্চলে এক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ‘মিনউসমা’র  একজন সদস্য নিহত হয়েছেন। একই হামলায় আরোও ৪ জন আহত হয়েছেন। নিহত সেনা মিশরের নাগরিক বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির মোপতির মিলান অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বহরের ওপর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করা হয়েছিল। অবশ্য জাতিসংঘ বাহিনীর পাল্টা আক্রমণে হামলাকারীদের ১ জন নিহত হয়েছে। এ ছাড়া, ৮ হামলাকারীকে আটকও করা হয়েছে।

নিহত সেনার পরিবার এবং মিশর সরকারের প্রতি শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ ছাড়া, জাতিসংঘ বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো হলে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পরে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। হামলাকারীদের শনাক্ত করার এবং বিচারের আওতায় আনার জন্য মালি সরকারের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। আফ্রিকার দেশ মালির রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি সমর্থন দিতে, দেশটির নিরাপত্তা নিশ্চিত ও বেসামরিক জনগণকে রক্ষা করতে এবং মানবাধিকার বজায় রাখার লক্ষ্যে ২০১৩ সালে গঠিত হয়েছে ‘মিনউসমা।’

ইনিউজ ৭১/এম.আর