প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সভাস্থলের সামনে থেকে গতকাল (১৯ এপ্রিল) লাইসেন্স করা পিস্তল ও আটটি গুলিসহ পুলিশের হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তির নাম এম এ মান্নান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অস্ত্র নিয়ে ওই এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মতিঝিল বিভাগ) অতিরিক্ত উপকমিশনার শিবলি নোমান জানান, আওয়ামী লীগ নেতা এম এ মান্নান অস্ত্রের বৈধ কাগজপত্রও বহন করছিলেন।
“তবে লাইসেন্স থাকুক বা না থাকুক, রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) অনুষ্ঠানস্থলে অস্ত্র বহন করা পুরোপুরি নিষিদ্ধ”, যোগ করেন তিনি। আটক হওয়ার পর এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উল্লেখ্য, গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।