নরসিংদীর পলাশ উপজেলায় হানিফ মিয়া (২৫) নামে এক পাওনাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম ও তার বাড়িঘরে হামলার ঘটনায় জালাল উদ্দিন নামে এক প্যানেল চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চাপাতির কুপে গুরুত্বর আহত হানিফ মিয়ার মাথায় ও মুখে ৪৪টি সেলাই দেওয়া হয়েছে বলে জানায় চিকিৎসক। বৃহস্পতিবার রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করে আহত হানিফের বড় ভাই নবিউল্লাহ। মামলার প্রধান আসামী জালাল উদ্দিন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য।
এছাড়া তিনি ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, ইউপি সদস্য জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া, চাচাতো ভাই জাকির হোসেন ও ভাগিনা ফারুক মিয়াসহ অজ্ঞাত আরও ৫জন। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। তিনি জানান, গত শনিবার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের হানিফ নামে এক যুবকের ওপর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিনের নেতৃত্বে সশস্ত্র হামলা হয়। হামলাকারীরা হানিফকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।
এছাড়া তার বাড়িতে হামলা করে ঘরে থাকা বিভিন্ন আসবারপত্র ভেঙে ফেলে। এ ঘটনায় আহত হানিফের বড় ভাই অভিযুক্ত জালাল উদ্দিনকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তিনি আরও জানান, আহত হানিফ জালাল উদ্দিনের কাছে মাটি বিক্রির টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাইতে গিয়ে হানিফ ও তার পরিবার এই হামলার শিকার হন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।