ইয়াবাসহ আশুলিয়ায় সিআইডি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে এপ্রিল ২০১৯ ১০:৩৪ পূর্বাহ্ন
ইয়াবাসহ আশুলিয়ায় সিআইডি পুলিশ আটক

সাভারের আশুলিয়ায় ৯৯০ পিস ইয়াবাসহ তাইজু উদ্দিন (কং-১০৯) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার চানগাঁর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীটি। তিনি উত্তরা সিআইডিতে কর্মরত ছিলেন।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক আবুল বাশার শুক্রবার ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন।আটক তাইজু উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, তাইজুউদ্দিনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় নিজেকে বাঁচাতে পুলিশ সদস্য পরিচয় দিলে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। পরে জানা যায় তিনি উত্তরায় কর্মরত সিআইডির একজন কনস্টেবল। বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাভেদ মাসুদ জানান, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।