র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রেক্ষিতে ১৮/০৪/২০১৯ ইং তারিখ গভীর রাতে গোপন উৎস থেকে রাজবাড়ী রাস্তার মোড় উপজেলা মসজিদ মাকের্টের মেসার্স গ্রীন কনস্ট্রাকশন নামক বন্ধ দোকানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে বলে সংবাদ পাওয়া গেলে উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-২, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ীর মোড়স্থ মেসার্স গ্রীন কনস্ট্রাকশন নামক বন্ধ দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ বিজয় প্রামানিক(১৯), পিতাঃ মোঃ হারুন প্রামানিক, সাং- উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ীকে আটক করে।
আসামীর হেফাজত থেকে ১১৩ (একশত তের) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ধৃত আসামী মোঃ বিজয় প্রামানিক(১৯), কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ফরিদপুর জেলার কোতয়ালীসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রির কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দাখিল করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।