যাত্রাবাড়ীতে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই এপ্রিল ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে ভবনে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ওই ভবনটির ওপরে ৬ থেকে ৮ তলা পর্যন্ত একটি মাদ্রাসা রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। এই নয়টি ইউনিট চেষ্টা করে রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মাদ্রাসা ভবনটির নিচতলায় টিভি মেরামতের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ইনিউজ ৭১/এম.আর