
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও লোকাল গাইডস'র এর যৌথ আয়োজনে 'লেট'স এনরিচ আওয়ার লোকাল ম্যাপস' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইটি সোসাইটির সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইটি সোসাইটির সভাপতি সায়েদ মাখদুম উল্লাহ, সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিকসহ সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়াও অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে ছিলেন কুমিল্লা লোকাল গাইডস এর মডেরেটর সফিউল বাসার ও কামাল হাসনাইন। এসময় উপস্থিত ট্রেইনাররা গুগল ম্যাপের ৫টি বিষয়ের উপর আলোচনা করেন। এতে লোকাল গাইডস, স্পাম ফ্রি লোকাল ম্যাপ, গুগল ম্যাপস, কোয়ালিটি কন্ট্রিবিউশনস ও ইকো- ফ্রেন্ডলি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।

ইনিউজ ৭১/এম.আর