শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তামজীদ (৬) ও তাহসিন (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নে বাইশরশি গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। তামজীদ একই গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে ও করিম বেপারীর ছেলে তাহসিন।
স্থানীয় ভাবে জানা যায়, দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় তামজীদ ও তাহসিন। পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।