মাদারীপুরে সময় টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সময় টেলিভিশনের মাদারীপুরের সাব-ব্যুরো অফিসের উদ্যোগে বুধবার দুপুরে জেলার সার্কিট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালী, কেক কাটা, আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক আঞ্জুমান জুলিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া, পিআইবির প্রশিক্ষক নাসিমুল আহসান ও রহমান মোস্তাফিজসহ জেলার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সময় সংবাদের সাফল্য কামনা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।