ধর্মানুষ্ঠান পঞ্চশীল ও অষ্টশীল’র অনুষ্ঠানিকতা সম্পন্ন এবং পিঠা উৎসবের মধ্য দিয়ে কুয়াকাটায় বরন করা হয়েছে রাখাইন নববর্ষ ১৩৮১ সাল। রাখাইন বর্ষবরনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কুয়াকাটা শ্রীমঙ্গন বৌদ্ধ বিহারে পরিনত হয় এক মিলন মেলায়।
কুয়াকাটা বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের আয়োজনে এ বর্ষবরন অনুষ্ঠানে বরগুনা ও পটুয়াখালীর সকল বৌদ্ধ ভিক্ষুগন ছাড়াও এ সম্প্রদায়ের কয়েক’শ নারী-পুরুষ-শিশু অংশগ্রহন করে। পরে উপস্থিত সকলের মাঝে রাখাইন সংস্কৃতির উন্নত মানের খাবার ও পিঠা পরিবেশন করা হয়।
ধর্ম দেশনা করেন কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারাধক্ষ্য বৌদ্ধ ভিক্ষু উত্রানুত্রা মহাথের। এসময় পৃথিবীর সকল প্রানীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।